Header Ads

কীসের ভিত্তিতে আনলক? হলফনামা তলব করল আদালত

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর পরেও লকডাউন থেকে আনলক এই নিয়ে বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে। কীসের ভিত্তিতে আনলক? জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। গোটা দেশ জুড়ে লকডাউন কেন শিথিল করা হল? এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। অনলাইনে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হয়।

মামলাকারী বক্তব্য লকডাউন শুরু হয়েছিল বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। কিন্তু শিথিল করার সময় কার পরামর্শ নেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হন তিনি। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, এভাবে আনলক করার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সংক্রমণের সংখ্যা আরও বাড়বে দ্রুত গতিতে। আজ মামলাটি অনলাইনে শুনানির সময় আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন উদাহরণ হিসাবে তুলে ধরেন। কোথাও পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশৃঙ্খলা, কোথাও আবার নিয়ম না মেনে বাসে ভিড়, ইত্যাদি বিষয়গুলি এদিন তিনি তুলে ধরেন।  

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.