Header Ads

‘২০২১ পর্যন্ত সরকারই থাকবে না!’ রেশন ইস্যুতে মমতাকে হুঙ্কার দিলীপের।

নজরবন্দি ব্যুরোঃ এদিন কার্যত রাজ্য আর কেন্দ্রের প্রতিযোগীতা হয়েছে সাধারন মানুষের জন্যে ফ্রি তে রেশন 'ঘোষণার' সেই প্রসংগ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। আজ জাতির উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, চলতি বছরের আগামী নভেম্বর মাসের শেষ পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষ ফ্রি রেশন পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, চাল ডাল-সহ অন্যান্য যা যা পাচ্ছিলেন সাধারন মানুষ এবার তার সঙ্গে মাথাপিছু এক কেজি করে চানা ডাল পাবেন। প্রধানমন্ত্রীর কথায়, "এক রাষ্ট্র এক রেশন কার্ডের জন্য পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময়। তাই বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র এর কিছুক্ষন পরেই আসরে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন, "আমি আগামী বছর জুন পর্যন্ত ফ্রি রেশনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছি।
রাজ্যে ১০ কোটি মানুষ জুন পর্যন্ত ফ্রি রেশন পাবেন সাধারণ মানুষ।" তিনি বলেন রেশনে ভাতের চাল এবং আটা দেওয়া হবে। এই আগামী বছর ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার কে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন, "কেন্দ্র ভাল চাল পাঠায়, কিন্তু সেই চাল পালটে যাচ্ছে। বাংলাদেশে পাঠানো হচ্ছে। আর ওড়িশা থেকে খারাপ চাল এনে এরাজ্যে দেওয়া হচ্ছে।" পাশাপাশি মমতা কে তাঁর কটাক্ষ, "২০২১ এর জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন দেবেন। কিন্তু ততদিনে তো এই সরকারের মেয়াদই শেষ হয়ে যাবে! যতদিন বিনামূল্যে রেশন দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, ততদিন উনি ক্ষমতায় থাকবেন তো?"    

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.