Header Ads

করোনা আবহে ভারতে ২০ হাজার লোক নিয়োগের সিদ্ধান্ত নিল অ্যামাজন!

নজরবন্দি ব্যুরো: দেশে ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা ভাইরাস। গতকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। আরও মৃত্যু হয়েছে ৩৮০ জনের। নতুন করে আক্রান্তের জেরে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ টি। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ১০ হাজারের বেশি, সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।

যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে আগেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। টানা দু-মাসের বেশি লকডাউন চলার পরেও কমেনি এই মারণ ভাইরাসের সংক্রমণ। আর সেই কারণে চিন্তা বাড়ছে চিকিৎসকদের।
টানা এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। যদিও ইতিমধ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে।

এমন সময়ে কর্ম-প্রার্থীদের জন্য ভাল খবর। কর্মী নিয়োগ করতে চলেছে দুনিয়ার সবথেকে বড় ই-কর্মাস সংস্থা। ভারত ও বিশ্বজুড়ে উন্নত গ্রাহক পরিষেবার জন্য ২০,০০০ অস্থায়ী কর্মী নিয়োগ করবে অ্যামাজন। রবিবার ভারতে ২০ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে অ্যামাজন জানিয়েছে, আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ করা হলেও পরে তা স্থায়ী হওয়ারও সুযোগ থাকবে। লকডাউনে দেশে ই-কর্মাস পরিষেবার চাহিদা বেড়েছে। সেই কারণে অ্যামাজনেরও গ্রাহক সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য 'ভার্চুয়াল কাস্টমার সার্ভিস' প্রোগ্রাম চালু করেছে এই ই-কর্মাস সংস্থা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.