Header Ads

আইপিএল নিয়ে নতুন ভাবনা বিসিসিআই এর

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই আইপিএল আয়োজন করার কথা চিন্তা করছে। এবং প্রয়োজন হলে বিদেশের মাটিতে। এবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধূমল।একেবারেই প্রাথমিক স্তরে থাকলেও এ নিয়ে হাল্কা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে আলোচনা শুরু হয়েছে।আগামী অক্টোবর-নভেম্বরেও দেশের মাঠে আইপিএল করা সম্ভব হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেলেও আইপিএল করা কঠিন হতে পারে, যদি ভারতে করোনা পরিস্থিতি ঠিক না হয়।

 এর আগেই শ্রীলঙ্কা ও আরব আমিরশাহী আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে। তাই ক্ষতির কথা ভেবে কোনওভাবেই টুর্নামেন্ট পুরোপুরি বাতিল করে দেওয়ার কথা ভাবছে না বোর্ড। এমনটাই ইঙ্গিত দিলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধূমল অপেক্ষা শুধু বিশ্বকাপ বাতিল হওয়ার। যেনতেনপ্রকারেণ আইপিএল আয়োজন করবেই বিসিসিআই । প্রয়োজনে তা আয়োজিত হবে বিদেশের মাটিতে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.