Header Ads

জাতীয় প্রতীকের অনুচিত ব্যবহারের জন্য F.I.R দায় করা হলো একতা কাপুরের বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরো: এফআইআর দায়ের করা হল বলিউড প্রযোজক অল্ট বালাজীর মালিক একতা কাপুরের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর নতুন ওয়েব শো অশ্লীলতা প্রচার করেছে। এছাড়া ওয়েব শোয়ে বিশেষ একটি ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং জাতীয় প্রতীকগুলির অনুচিত ব্যবহার করা হয়েছে। শুক্রবার রাতে ইন্দোরবাসী বাল্মিক সাকারাগায়ে ও নীরজ ইয়াগ্নিক থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, একতা কাপুর তাঁর নতুন ওয়েব শো এক্সএক্সএক্স সিজন ২–এর কিছু দৃশ্যে অশ্লীলতা দেখিয়েছেন। এছাড়াও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন ও জাতীয় প্রতীকের অপব্যবহার করেছেন।

 একতা কাপুর ছাড়াও অভিযোগ দায়ের করা হয়েছে পরিচালক পাঙ্খুরী রড্রিগস ও চিত্রনাট্য লেখিকা জেসিকা খুরানার বিরুদ্ধেও। শনিবার মধ্যপ্রদেশের অন্নপূর্ণা থানার পুলিশ আধিকারিক সতিশ কুমার দ্বিবেদী জানালেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সেনার পোশাক নিয়ে আপত্তিকর জিনিস দেখানো হয়েছে। এবং জাতীয় প্রতীকের অসম্মান করা হয়েছে। তিনি আরও জানালেন, তাঁদের তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ও ২৯৮ ধারার মামলা রুজু করা হয়েছে। বাকি তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.