Header Ads

করোনা আবহে দুর্গা পুজোর গন্ধ কুমোরটুলিতে, স্যানিটাইজার মেখে ঊমা চললেন বিদেশে

নজরবন্দি ব্যুরোঃ মন ভালো নেই দেশবাসীর, প্রথমে করোনা আর তারপর আমফান।২০২০ সালটা সত্যি অপয়া। করোনার জন্য কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, বন্ধ রোজগার, চাকরি নেই। আর তার মধ্যে আলফান কেড়ে নিয়েছে মানুষের মাথার উপরে ছাদ টুকুও।তবে এই পরিস্থিতিতে দুর্গা পুজো করা মানে নেহাতই বিলাসিতা। তাহলে কি এবছর আর দুর্গা পুজো হবে না? এটাই বর্তমানে সবার মনের প্রশ্ন।কিন্তু সাধারণ মানুষের জন্য সুখবর প্রতিকূলতার মধ্যে ঢুকে পড়েছে কলকাতার কুমোরটুলিতে।তবে ইতিমধ্যে পটুয়াপাড়া থেকে কুমার উমা সপরিবারে পাড়ি দিয়েছেন মেলবোর্নে।আট ফুটের ফাইবারের দুর্গা লক্ষ্মী-সরস্বতী গনেশ কার্তিক সহ জাহাজে চেপে রওনা দেবেন তারা।

যে সমস্ত প্রবাসী গত বছর নভেম্বর ও ডিসেম্বরে দুর্গা প্রতিমা অর্ডার দিয়েছিলেন তাদের প্রতিমা বিদেশে পাড়ি দিল সোমবার।মেলবোর্ন সহ আমেরিকা, জার্মান, অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড এই করোনা পরিস্থিতিতে উমা গেছেন বিদেশে।কিন্তু বিদেশে যাওয়ার আগে মা দুর্গাকে ভালো করে স্যানিটাইজার লাগানো হচ্ছে। প্রতিমা শিল্পীদের কথায় আমরা যেমন সারাক্ষণ হাতে স্যানিটাইজার দিচ্ছি, তেমনি ঠাকুর ও বা বাদ পরেন কেন।অন্যদিকে কুমোরটুলির আরেক অংশ একেবারে ফাঁকা। পুজো বাকি আর মাত্র চার মাস। এখনো সেভাবে অর্ডার আসেনি কাউর কাছেই।তাই করোনা কবে যাবে আর এ বছর দুর্গাপুজোয় কলকাতা তিলোত্তমা সেজে উঠবে কিনা তা এখনো জানেনা প্রতিমাশিল্পীরা।কারিগর নেই বেশিরভাগই ফিরে গেছে দেশে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.