Header Ads

এবার দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের ফেরালেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব।

নজরবন্দি ব্যুরো: নেপাল ও রাশিয়ার পর এবার দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের ফেরালেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। ১৭১ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছে একটি বিমান। এঁরা প্রত্যেকেই যে পরিযায়ী শ্রমিক, তা নয়। অনেকে ঘুরতে গিয়েছিলেন দুবাই। তারপর লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন। রবিবার দুবাই থেকে রওনা দিয়েছেন তাঁরা।টুইটারে জানিয়েছেন অভিনেতা নিজেই। টুইট করে তিনি জানিয়েছেন, লকডাউনের জন্য দুবাইয়ে ১৭১ জন আটকে পড়েছিলেন। রবিবার রাত সাতটা নাগাদ তাঁরা কলকাতায় আসার জন্য সেখান থেকে রওনা দেন।

 তবে পরিবারের সঙ্গে দেখা করার আগে তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান দেব।যাঁরা ফিরছেন, তাঁরা যে সবাই বাংলার মানুষ, তা কিন্তু নয়। ত্রিপুরা-সহ একাধিক রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন অভিনেতা। এর জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে অনুমতি নেন তিনি। যাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের মধ্যে বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কেউ কেউ দুবাইতে বেড়াতে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন। কেউ আবার অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন। আবার কেউ হাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। এক যাত্রী জানিয়েছেন, এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ খুঁজতে শুরু করবেন।কিছুদিন আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়াকে দেশে ফেরান দেব। তার আগে নেপাল থেকেও পরিযায়ী শ্রমিকদের ভারতে ফিরিয়ে আনেন।

 এবার দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরালেন তিনি। তবে দেব কিন্তু পরিযায়ী বলতে নারাজ, কারণ? তাঁর কথায়, এঁরা প্রত্যেকেই এই দেশের। তাঁরাই যখন নিজের বাড়ি ফিরছেন, কেন তাঁদের পরিযায়ী বলা হবে? অভিনেতার কথা বলার ধরণ, অভিনয় নিয়ে ট্রোল-মিমের ছড়াছড়ি হলেও দেব কিন্তু নিঃশব্দেই সমস্যায় পড়া মানুষদের জন্য কাজ করে চলেছেন ক্রমাগত, একেবারে ঘরের ছেলের মতোই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.