Header Ads

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্রিকেট কোচ সঞ্জয় ডোভালের

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় ক্লাব ক্রিকেটাআর আর দিল্লির অনুর্ধ্ব ২৩ দলের প্রাক্তন সহযোগী স্টাফ সঞ্জয় ডোভালের করোনা সংক্রমণের কারণে সোমবার ২৯ জুন সকালে মৃত্যু হয়েছে। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র এই কথা জানিয়েছেন। মৃত্যুকালে সঞ্জয় ডোভালের বয়স হয়েছিল ৫৩ বছর, তার পরিবারে স্ত্রী তথা দুই ছেলে রয়েছেন। ২০১২ সালে অনুর্দ্ধ-১৬ দিল্লি দল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের কোচিং স্কোয়াডের অংশ ছিলেন সঞ্জয় দোবাল। রাজধানীর ভেঙ্কটেশ্বর হাসপাতালে করোনা জনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 পুত্র সিধান্ত জানালেন, 'হরিয়ানার নার্সিংহোম থেকে আমাদের জানানো হয় দিল্লির বড়সড় কোনো হাসপাতালে ভর্তি করতে। সেই অনুযায়ী ভেঙ্কটেশ্বর হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানে কোভিড টেস্ট করার পরে ফলাফল নেগেটিভ আসায় আইসিইউতে নিয়ে গিয়ে নিউমোনিয়া এবং প্যারাইনফ্লুয়েঞ্জার চিকিত্সা শুরু করা হয়।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.