Header Ads

রাজ্যের গ্রাম্য এলাকাতেও ব্যাপকহারে ছড়াচ্ছে করোনা; দেখুন জেলা ভিত্তিক চিত্র। #Exclusive

corona virus in india,coronavirus in india,west bengal,coronavirus in west bengal,coronavirus west bengal,coronavirus update in india,corona virus india,west bengal coronavirus,coronavirus cases in india,west bengal coronavirus news,west bengal news coronavirus,west bengal coronavirus cases,coronavirus in delhi,coronavirus scare in india,west bengal coronavirus crisis,coronavirus west bengal news,lockdown in west bengal,coronavirus outbreak in india latest news updates
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে এই মুহুর্তে লকডাউন প্রায় নেই বললেই চলে, রাস্তা ঘাটে মানুষ বেরোচ্ছেন স্বতস্ফুর্ত ভাবে, চায়ের ঠেকে চলছে আড্ডা! যেন করোনা ভাইরাস রাজ্য থেকে চলেই গিয়েছে! কিন্তু করোনা যে এই আনলক ওয়ানের পর্বে কার্যত লক করতে চলেছে দেশ কে তা দৈনন্দিন সংক্রমণ বৃদ্ধিতে ভালই টের পাওয়া যাচ্ছে। আমাদের রাজ্য গত ২৪ ঘণ্টায় সংক্রমনের নিরিখে রেকর্ড গড়েছে। রাজ্যের শহরাঞ্চলের পাশাপাশি ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে গ্রাম্য এলাকাগুলিতেও। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে ১১ জনের আর নতুন করে সংক্রামিত হয়েছেন ৪২৭ জন।
এদিকে এখনও সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামিত মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে। গত ২৪ ঘণ্টায় ১০১ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৪ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ২৩৮ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৮ জন এবং বাকি ১ হাজার ৩১৩ জন চিকিৎসাধীন। কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ৬২ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৮  জন, এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। মৃত ৪৬ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৪১ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জন।
যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গিয়েছেন ৪৯ জন। মৃত ৪৯ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৪১ জন। গত ২৪ ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, মালদা সহ রাজ্যের প্রায় সবকটি জেলাতেই সংক্রমণ বেড়েছে ব্যাপক ভাবে।
দেখুন সার্বিক পরিসংখ্যান



কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.