Header Ads

করোনা ভাইরাসে বিধ্বস্ত বাঙালির প্রিয় ব্রাজিল; একদিনেই মৃত ১৩৫০!

brazil,virus,virus in china,brazil coronavirus,brazil coronavirus deaths,corona virus,china virus,coronavirus brazil,new china virus,surge in brazil,china virus wuhan,corona,brazil covid-19 cases,brazil covid-19 deaths,brazil president,brazil latest news,brazil corrupt,brazil president jair bolsonaro,virus protection,brazil news,corona deaths,virus outbreak,brazil lockdown,wuhan virus,coronavirus,coronavirus britain,coronavirus china,coronavirus uk,coronavirus vaccine,scmp coronavirus
নজরবন্দি ব্যুরোঃ বাঙালির কাছে ব্রাজিল খুব কাছের; ফুটবল বিশ্বকাপে যদি সবথেকে বেশি কোন বিদেশি পতাকা এদেশে ওড়ে তা হল ব্রাজিল আর আর্জেন্টিনার। কিন্তু এই করোনা ভাইরাসের আবহে ব্রাজিল কার্যত ভেঙে পড়েছে। ভয়ানক ভাবে সংক্রমণ শুরু হয়েছে ফুটবল শিল্পীদের এই দেশে। কার্যত দিশেহারা প্রশাসন। ব্রাজিল রাশিয়া কে টপকে সংক্রমনের নিরিখে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় স্থানে। এই মুহুর্তে ব্রাজিলে আক্রান্ত ৫ লক্ষ ৮৪ হাজার ৫৬২।
ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৬৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যায় রেকর্ড গড়েছে ব্রাজিল। গর ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫০ জনের।
এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্যে আর এক করোনা আক্রান্ত দেশ ব্রিটেনের অক্সফোর্ডের দ্বারস্থ হয়েছে ব্রাজিল সরকার। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শুরু হচ্ছে ব্রাজিলে। দেশের হেলথ সার্ভিলেন্স এজেন্সি অ্যানভিসা ও সাও পাওলোর ফেডারেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অক্সফোর্ডের ডিএনএ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে চলতি মাসে।ইতিমধ্যেই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য দু’হাজার প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.