করোনায় আক্রান্ত সস্ত্রীক ডন দাউদ ইব্রাহিম
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস দুর্বার গতিতে সংক্রমণ বারিয়ে চলেছে দেশে থেকে বিদেশে। আর এবার করোনা এবার হানা দিল আন্ডারওয়ার্ল্ডে। করোনাভাইরাসে আক্রান্ত কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম ও তাঁর স্ত্রী। দাউদ ছাড়াও করোনা আক্রান্ত হয়েছে মাফিয়া ডনের এক ব্যক্তিগত দেহরক্ষী এবং কর্মী। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাক সরকার। সূত্রের খবর দেহরক্ষী এবং কর্মীর সকলেই কোয়ারেন্টিনে আছেন।
দাউদ ও তাঁর স্ত্রী মেহেজবিন চিকিত্সাধীন । প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের। রাডারে থাকলেও কূটনীতির বেড়াজালে বহুবার দাউদ ফস্কেছে ভারতের হাত থেকে।
দাউদ ও তাঁর স্ত্রী মেহেজবিন চিকিত্সাধীন । প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছে তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণ-সহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার স্বভাবসিদ্ধ ঢঙেই অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের। রাডারে থাকলেও কূটনীতির বেড়াজালে বহুবার দাউদ ফস্কেছে ভারতের হাত থেকে।
কোন মন্তব্য নেই