আমফানে বিধ্বস্ত ২৫০ টি পরিবারের পাশে দাঁড়ালো APDR।
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ সুন্দরবনের বহু এলাকা। এছাড়া বাইরে থেকে ফিরছে সব পরিযায়ী শ্রমিকরা,যাদের এই মুহুর্তে কোনো রোজগার নেই। মঙ্গলবার APDR এর পক্ষ থেকে বিদ্ধস্ত এলাকার প্রতিবন্ধী, স্বামীহারা মহিলা, বাঘে আক্রান্ত পরিবার ও কর্মহীন পরিযায়ী শ্রমিকদের পরিবারকে পোশাক সহ স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হল। প্রায় ২৫০ টি পরিবারকে লক্ষ টাকার ত্রাণ বিতরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই