Header Ads

লকদাউনের জের, বিপুল কর্মী ছাঁটাই করছে টাটা

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লকডাউন ও আনলক ১ জার কারণে দেশের শিল্প ক্ষেত্রে উৎপাদন বন্ধ। ফলে আর্থিক ক্ষতির পথে দেশের শিল্প সংস্থাগুলি। আর এর প্রভাব এবার পড়েছে ভারতের বড় প্রতিষ্ঠান টাটা গোষ্ঠীতে। এবার লকডাউনে বিপুল আর্থিক ক্ষতির মুখে টাটা গোষ্ঠী। এবার লোকসানের জেরে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে তারা। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে টাটা । ইতিমধ্যেই ছাঁটাই হয়েছেন প্রায় ১০০০ খানেক কর্মী। আরও কর্মী ছাঁটাই হওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিনে।
গ্রুপের বিমান সংস্থা, গাড়ি শিল্প, এরোস্পেস জাতীয় একাধিক ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা গাড়ি শিল্পের।জানা গিয়েছে, ছাঁটাইয়ের তালিকায় সবার প্রথমেই রয়েছেন গাড়ি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। টাটা মোটর্সের জাগুয়ার ল্যান্ডরোভারের উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের উপরেই ছাঁটাইয়ের খাঁড়া বেশি করে ঝুলছে। তবে তারা ঘোষণা করেছিল কোন কর্মী ছাঁটায় তারা করবে না। কিন্তু সে সব এখন অতীত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.