Header Ads

আবারো পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর দায়িত্ব নিলেন সোনু সুদ

নজরবন্দি ব্যুরোঃ করোনার জন্য বিপদে পরেছে দেশের দুস্থ মানুষেরা।তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে একের পর এক সেলিব্রেটিরা।অনুদান দিচ্ছেন তারা। কিন্তু এই অনুদানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলিউডের অভিনেতা সোনু সুদ।দেশের দুঃস্থ মানুষদের জন্য সোনু সুদ যা করেছেন তা সকলের থেকে আলাদা।মাইলের পর মাইল হেঁটে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি।গত সপ্তাহে বহু কর্নাটকের বহু পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।
এবার উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর উদ্যোগ নিলেন সোনু সুদ।সম্প্রতি পুলিশ অফিসারদের সাথে কথা বলেছেন উত্তর প্রদেশের উদ্দেশ্যে একটি বাস ছাড়ার ব্যবস্থা হচ্ছে।বাসটি ছাড়ার সময় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে আপনার তো দেখা গেছিল।সোনু সুদের ফ্যান ক্লাব থেকে জানা গেছে ৪০০ জন পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর দায়িত্ব একা নিয়েছেন সোনু।সোনু সুদ কে অনেকে ধন্যবাদ জানিয়েছে তার এই মহান কাজের জন্য।সোনু অবশ্য জানিয়েছেন, এটা তার দায়িত্ব।টুইটারে সোনু লেখেন, যারা নিজের বাড়ি ছেড়ে এত লোকের বাড়ি বানায় তাদেরকে তো বাড়ি পাঠানো সত্যি প্রয়োজন। নিচের লিংকে ক্লিক করে দেখিনি সনু ভিডিও।
https://twitter.com/KRKBoxOffice/status/1261700090298761219

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.