পুরনো ভাড়ায় রাস্তায় বাস চালানো অসম্ভব, জানিয়ে দিল বাস, মিনিবাস মালিক সংগঠন
নজরবন্দি ব্যুরোঃ পুরনো ভাড়ায় রাস্তায় বাস চালানো অসম্ভব বলে জানালো বাস, মিনিবাস অপারেটর সংগঠন। গতকাল পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেয় বাস ভাড়া বাড়ানো যাবে না। বেসরকারি বাসগুলোকে পুরোনো ভাড়াতেই চালানোর ঘোষণা করেন।এই প্রস্তাবে রাজি নন তাঁরা। তাঁরা দাবি জানান, মাত্র ২০ জন যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চললে জ্বালানির খরচই তুলতে পারবেন না তাঁরা। এমনিতেই এতদিন লকডাউনের জেরে ক্ষতির মুখে বাসশিল্প, তার ওপর এই সময়ে আরও ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা।
প্রসঙ্গত কিছুদিন আগে বেসরকারি বাস মালিকরা দাবি জানায়, ন্যূনতম বাস ভাড়া ২০-২৫ টাকা ভাড়া করতে হবে।এরপর প্রতি ৪ কিলোমিটারে ভাড়া বাড়বে। সর্বোচ্চ ভাড়া হবে ৫০ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়ার দাবি ৩০ টাকা। কিন্তু শনিবার নবান্ন থেকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন ' সরকারি বাসের মতো বেসরকারি বাসের বাড়তি ভাড়া অনুমোদন করা হবে না। বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ায় অনুমোদন নয়'।
প্রসঙ্গত কিছুদিন আগে বেসরকারি বাস মালিকরা দাবি জানায়, ন্যূনতম বাস ভাড়া ২০-২৫ টাকা ভাড়া করতে হবে।এরপর প্রতি ৪ কিলোমিটারে ভাড়া বাড়বে। সর্বোচ্চ ভাড়া হবে ৫০ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়ার দাবি ৩০ টাকা। কিন্তু শনিবার নবান্ন থেকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন ' সরকারি বাসের মতো বেসরকারি বাসের বাড়তি ভাড়া অনুমোদন করা হবে না। বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ায় অনুমোদন নয়'।
কোন মন্তব্য নেই