Header Ads

মোদিকে আক্রমণ আফ্রিদির, পাল্টা দিলেন গম্ভীর

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির ভারতের বিরুদ্ধে যাচ্ছেতাই মন্তব্য নতুন কিছু নয়। কিন্তু এবার সম্ভবত মাত্রা ছাড়িয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদিকে 'করোনার থেকেও খারাপ' বলে কটাক্ষ করেছেন তিনি। যা সহ্য করতে পারলেন না ভারতীয় দলের প্রাক্তন তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।এবার রবিবার পালটা দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান ও পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়াকে তীব্র আক্রমণ করলেন দেশের প্রাক্তন ওপেনার।
 সবমিলিয়ে আফ্রিদি-গম্ভীর তরজা নিয়ে ফের সরগরম নেটদুনিয়া।ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের কোনও এক জায়গায় সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আফ্রিদি। ভাষণে তিনি বলেন, 'গোটা বিশ্ব বর্তমানে মারণ এক ব্যধিতে আক্রান্ত। তবে আমার মনে হয় তার চেয়েও বড় অসুখ রয়েছে মোদীর মনে। সেটা হল ধর্মের অসুখ। ধর্ম নিয়ে রাজনীতি করে চলেছেন উনি। আমাদের ২ কিলোমিটার অঞ্চলের মধ্যে যে সকল কাশ্মীরি ভাই-বোন এবং প্রিয়জনেরা আছেন, তাঁদের উপরে উনি নানাভাবে অত্যাচার চালাচ্ছে। যার জবাব মোদীকে মৃত্যুর পরে গিয়েও দিতে হবে।'
এরপরেই আফ্রিদিকে কটাক্ষ করেন গম্ভীর। নিজের টুইটার একাউন্ট থেকে প্রাক্তন তারকা লিখে দেন, 'পাকিস্তানের ৭লক্ষ সেনাকে সমর্থন করে ২০ কোটি মানুষ। এটা বলছে ১৬ বছরের আফ্রিদি।৭০ বছর ধরে কাশ্মীর নিয়ে ভিক্ষা চেয়ে যাচ্ছে পাকিস্তান। আর ইমরান, আফ্রিদি, বাজওয়ার মত জোকাররা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপক্ষে বিষ ছড়িয়ে দেশের মানুষকে বোকা বানিয়েই চলেছে। এত কিছু সত্ত্বেও বিচারের দিন পর্যন্ত পাকিস্তান কাশ্মীর পাবে না।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.