Header Ads

করোনা চিকিৎসায় দারুন সাফল্য বাঙুর হাসপাতালের; জানুন রাজ্যের করোনা আপডেট। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের বুলেটিন ৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও আসেনি; দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহী সব মহল সহ প্রত্যেক রাজ্যবাসী তাকিয়ে রয়েছেন সরকারী বুলেটিনের দিকে। কিন্তু রাজ্য সরকার ৩০শে এপ্রিলের পর এখন পর্যন্ত নতুন কণ বুলেটিন দেয়নি। এদিকে অসমর্থিত সূত্রের খবর রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সথিক তথ্য রাজ্যের বুলেটিন প্রকাশ পাওয়ার আগে দেওয়া সম্ভব নয়।
এদিকে সুখবর রয়েছে রাজ্যবাসীর জন্যে; বাঙুর হাসপাতাল সূত্রে খবর এদিন ২৪ জন করোনা আক্রান্ত কে ডিসচার্য করা হয়েছে; প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে সূত্র জানাচ্ছে এনআরএস হাসপাতালে করোনা সংক্রামিত হয়েছেন আরও ১৩ জন। পাশাপাশি সূত্রের খবর, যাদবপুরের এক চিকিৎসক দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক দ্বয় যে আবাসনে থাকেন সেই আবাসনের সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চিকিৎসক দম্পতিকে এমআরবাঙুরে ভর্তি করা হয়েছে। আপাতত রাজ্যের বুলেটিনের জন্যে অপেক্ষা।
উল্লেখ্য ৩০ তারিখে দেওয়া মুখ্য সচিবের তথ্য অনুযায়ী রাজ্যে অ্যাকটিভ আক্রান্ত ৫৭২ এবং সবকটি তথ্য যোগ করে সর্বমোট আক্রান্ত ৮১৬। অন্যদিকে একই দিনে কেন্দ্রকে দেওয়া স্বাস্থ সচিবের চিঠি অনুযায়ী রাজ্যের সর্বমোট আক্রান্ত ৯৩১ জন।
এরপর এখন পর্যন্ত নতুন বুলেটিন প্রকাশ করেনি রাজ্য সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.