সাধু হত্যায় অভিযুক্ত আক্রান্ত করোনায়; কোয়ারেন্টাইনে ৪৩ জন পুলিশ কর্মী! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ মানুষ কত নির্মম! যেভাবে মহারাষ্ট্রে দুই সাধুকে পিটিয়ে মারা হয়েছে পুলিশের সামনে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়! মহারাষ্ট্রের পালঘরে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২০০ উন্মত্ত জনতা লাঠিপেটা করে হত্যা করে তাঁদের; সন্দেহ তাঁরা নাকি শিশু চোর!
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে দ্রুত ব্যাবস্থা নিয়েছেন। এই ঘটনায় দুই পুলিশ কর্মী কে সাসপেন্ড করা হয়েছে! এবং শতাধিক অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছে যারা সাধুদের নির্মম ভাবে পিটিয়েছিল সেই প্রধান অভিযুক্তদের মধ্যে ৫ জনও।
এডিজির নেতৃত্বে সিআইডি তদন্ত করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, "আশ্চর্যজনক ভাবে সাধু পিটিয়ে মারার ঘটনার সাথে মুসলমানদের সুক্ষভাবে জড়িয়ে দেওয়ার একটা ক্রুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঘটনাটা মোটেই এমন নয় যারা পিটিয়ে মেরেছে তারা সবাই স্থানীয় পিছিয়ে পড়া সংরক্ষিত উপজাতি! যারা সাধু হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে দাঙ্গা বাঁধানোর তালে আছেন তারা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।তাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সতর্ক থাকা উচিত।"
পাশাপাশি তিনি জানিয়ে দেন যতই ভুল বুঝে এই হত্যাকাণ্ড ঘটানো হোক, কাউকেই ছাড়া হবে না। অন্যদিকে দূর্ভাগ্যজনক ঘটনা হল পালঘরের সাধু হত্যার ঘটনায় অভিযুক্তদের একজন করোনা আক্রান্ত। তার উপসর্গ দেখা দিতে পরীক্ষা করা হয়, রিপোর্ট আসে পজিটিভ! ঘটনার জেরে ৪৩ জন পুলিশ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এডিজির নেতৃত্বে সিআইডি তদন্ত করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, "আশ্চর্যজনক ভাবে সাধু পিটিয়ে মারার ঘটনার সাথে মুসলমানদের সুক্ষভাবে জড়িয়ে দেওয়ার একটা ক্রুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঘটনাটা মোটেই এমন নয় যারা পিটিয়ে মেরেছে তারা সবাই স্থানীয় পিছিয়ে পড়া সংরক্ষিত উপজাতি! যারা সাধু হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে দাঙ্গা বাঁধানোর তালে আছেন তারা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।তাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সতর্ক থাকা উচিত।"
পাশাপাশি তিনি জানিয়ে দেন যতই ভুল বুঝে এই হত্যাকাণ্ড ঘটানো হোক, কাউকেই ছাড়া হবে না। অন্যদিকে দূর্ভাগ্যজনক ঘটনা হল পালঘরের সাধু হত্যার ঘটনায় অভিযুক্তদের একজন করোনা আক্রান্ত। তার উপসর্গ দেখা দিতে পরীক্ষা করা হয়, রিপোর্ট আসে পজিটিভ! ঘটনার জেরে ৪৩ জন পুলিশ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই