Header Ads

"নিরাপত্তার অভাব" চাকরি ছাড়লেন ৩৫৪ জন নার্স; নবান্ন কে চিঠি সংগঠনের! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ নার্সদের রাজ্য ছাড়ার হিড়িকে নজিরবিহীন সঙ্কটের মুখোমুখি রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা। এমনিতেই দ্রুত হারে সংক্রমণ বাড়ছে তাঁর ওপর অন্যান্য রোগীও রয়েছেন কভিড ১৯ ছাড়া। এই অবস্থা রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সরা কার্যত গন ইস্তফা দিচ্ছেন। এখন পর্যন্ত মোট ৩৫৪ জন নার্স রাজ্যের বিভিন্ন হাঁসপাতালের চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, বাংলার হাসপাতাল গুলোতে কাজ করতে তাঁরা ভয় পাচ্ছেন, তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত। রাজ্যে সংক্রমনের দাপট না কমলে তাঁরা কাজ করতে পারবেন না। তাই চাকরি ছাড়ছেন সেক্ষেত্রে যদি পরে তাঁদের চাকরিতে পুনর্বহাল নাও করা হয় তাতেও তাঁদের আপত্তি নেই।
এই অবস্থায় চরম সংকটের মুখোমুখি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। আজ কিছুক্ষন আগে অ্যাসোসিইয়েশন অব হসপিটাল অব ইস্তার্ন ইন্ডিয়া মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন নার্সরা যে যার রাজ্যে ফিরে যাচ্ছেন সেই সব রাজ্যের সরকার কে যেন নবান্ন অনুরোধ করে তাঁদের ফিরিয়ে না নিতে। পাশাপাশি হাসপাতাল অ্যাসোসিয়েশনের তরফে নার্সিংকাউন্সেলিং কে চিঠি দেওয়া হয়েছে ব্যাবস্থা গ্রহনের জন্যে। বলা হয়েছে এই করোনা পরিস্থিতিতে নার্সরা যে যেখানে কর্মরত, সেখানেই নিজেদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিক কাউন্সেলিং। এখন রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।   

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.