সুন্দরবন এলাকার আদিবাসীদের পাশে দাঁড়ালো APDR
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের মোকাবিলার জন্য দেশজুড়ে রাজ্যজুড়ে চলছে লকডাউন আর এই লোক ডাউনের জেরে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। সরকারি ত্রাণ পাচ্ছে না সুন্দরবনের আদিবাসী শ্রেণীর মানুষেরা।তাই গতকাল কুলতলির কাঁটামারি আদিবাসী পাড়া মৈপিট কোষ্টাল ও নগেনাবাদের আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া লোকজনের কাছে প্রায় আনুমানিক- কুলতলি নগেনা বাদ মৈপিট কোষ্টাল এর এই অঞ্চলের প্রায় ১০০০০ মানুষের বাস।
আমরা জানি মোঘল আমলে ও ইংরেজ এর রাজত্বের সময়ে সুন্দরবনের অনুর্বর জমি ও জঙ্গল কেটে মানুষের বসবাসের উপযোগী করে তোলে আদিবাসী মুন্ডা কথার অর্থ সংগ্রামী, ও সম্পদশালী, অথচ আজ তারা সন্মান হারা ও ভুমিহীন সম্পদ হীন সরকারি বেড়াজালে তাদের জল, জঙ্গলে নামার অধিকার হারিয়েছে আজও ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে বসবাস কাঁচা রাস্তা, বিদ্যুৎ হীন। তাদের অস্তিত্ব আজ সংকটের মুখে অনেকর রেশন কার্ড নেই সরকারি সাহায্য পাচ্ছে না তাই APDR জয়নগর শাখার উদ্যোগ দিলিপ মন্ডলের সহযোগিতায় আজ অল্পসংখ্যক এান দেওয়া হল।সরকারি বিশেষ সুবিধার দাবি জানায় APDR সম্পাদক মিঠুন মন্ডল।
আমরা জানি মোঘল আমলে ও ইংরেজ এর রাজত্বের সময়ে সুন্দরবনের অনুর্বর জমি ও জঙ্গল কেটে মানুষের বসবাসের উপযোগী করে তোলে আদিবাসী মুন্ডা কথার অর্থ সংগ্রামী, ও সম্পদশালী, অথচ আজ তারা সন্মান হারা ও ভুমিহীন সম্পদ হীন সরকারি বেড়াজালে তাদের জল, জঙ্গলে নামার অধিকার হারিয়েছে আজও ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে বসবাস কাঁচা রাস্তা, বিদ্যুৎ হীন। তাদের অস্তিত্ব আজ সংকটের মুখে অনেকর রেশন কার্ড নেই সরকারি সাহায্য পাচ্ছে না তাই APDR জয়নগর শাখার উদ্যোগ দিলিপ মন্ডলের সহযোগিতায় আজ অল্পসংখ্যক এান দেওয়া হল।সরকারি বিশেষ সুবিধার দাবি জানায় APDR সম্পাদক মিঠুন মন্ডল।
কোন মন্তব্য নেই