Header Ads

রাহুলকে কাছে পেয়ে কেঁদে ফেললেন পরিযায়ী শ্রমিকরা; ড্রামাবাজি বললেন নির্মলা!

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা ভাইরাসের থেকেও বোধ হয় এখন বেশি সমস্যা পরিযায়ী শ্রমিকদের নিয়ে। লকডাউনের তৃতীয় দফার একেবারে শেষ মুহুর্তে পরিযায়িদের জন্যে প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। যদিও সরাসরি কোন আর্থিক সাহায্যের কথা বলা নেই। লকডাউনের প্রথমদিন থেকে চরম অনিশ্চয়তার সাথে দিন কাটাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা। হেঁটে বাড়ি ফিরতে গিয়ে পথেই মৃত্যু হয়েছে অনেকের; অনেকে আবার মৃত্যুমুখে ঢলে পরেছে না খেতে পেয়ে। আর পরিযায়ী শ্রমিকদের জন্যে সবথেকে বেশী যদি কেউ গলা ফাটান তা হলেন রাহুল গান্ধী। এদিন আর ট্যুইট বা সাংবাদিক সম্মেলন করে নয় রাহুল সরাসরি পঊছে গেলেন পরিযায়ী শ্রমিকদের কাছে।  দুপুরে দিল্লির সুখদেভ ভিহার ফ্লাইওভারে নিচে আশ্রয় নেওয়া পরিযায়ী শ্রমিকদের একটি দলের সঙ্গে কথা বলেন রাহুল৷ তাঁর খছে ক্ষওভ ঢেলে দেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা জানান, খিদের জ্বালায় তাঁরা মরছেন; চরম আর্থিক সংকট! এভাবে চললে সবাই মারা পড়ব। রাহুলের কাছে কেঁদে ফেলেন অনেকে!
পরিযায়ী শ্রমিকরা জানান রাহুল গান্ধী আমাদের কাছে আসায় আমরা খুশি, অন্তত কেউ তো আমাদের কথা শুনলেন। এদিকে এই খবর যায় কেন্দ্রের কাছেও! রাহুল গান্ধীর পরিযায়ী শ্রমিকদের সাথে সরাসরি কথা বলার ঘটনাকে 'ড্রামাবাজি' বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.