এইবার হাসপাতাল কর্মীদের সরাসরি অনুদান UUPTWA(কালনা শাখা) শিক্ষক সংগঠনের।
নজরবন্দি ব্যুরোঃ আবারো একটি ব্যতিক্রমী শিক্ষক কর্মসূচীর সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কালনা মহকুমা। করোনা বিপর্যস্ত সমাজে ইতিমধ্যেই সমাজ সেবার কাজে প্রশংসার দাবিদার অরাজনৈতিক শিক্ষক সংগঠন UUPTWA. এবার এই UUPTWA
র কালনা মহকুমা শাখার শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে গঠিত তহবিল থেকে অনুদান প্রদান করা হল কালনা মহকুমা হাসপাতাল ও কালনা মধুবনস্থিত ভারত সেবাশ্রম সংঘের শাখায়।
এইদিন UUPTWA কালনা মহকুমা শাখার এক শিক্ষক প্রতিনিধি দল হাজির হন কালনা মহকুমা হাসপাতালে। সুপারের সঙ্গে সাক্ষাত করে তারা দেন পাশে থাকার বার্তা।
পুষ্প স্তবক ও হাসপাতাল স্টাফদের জন্য সৌজন্য কলম সহ পঁচিশ হাজার টাকার অনুদান চেকের মাধ্যমে তুলে দেওয়া হয় কালনা মহকুমা হাসপাতালের সুপার ডা. কৃষ্ণ চন্দ্র বরাই মহাশয়ের হাতে। এরপর ঐ প্রতিনিধি দল পৌঁছে যান শহরের ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে যেটি মধুবনে অবস্থিত। সেখানে ঐ সংঘের সহ সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় পাঁচ হাজার টাকার চেক। বলাই বাহুল্য গোটা দেশে বিপর্যয় ত্রাণে ভারত সেবাশ্রম সংঘ সর্বাগ্রগন্য একটি নাম, যারা সারা দেশের সাথে কালনার পার্শ্ববর্তী অঞ্চলেও ইতিমধ্যেই ব্যাপক ত্রাণ বিতরণ শুরু করেছে। শিক্ষক সমাজের সার্থক মুখ UUPTWA কালনা মহকুমা শাখার প্রতিনিধি দলের শিক্ষক রঞ্জিত রাম জানান মহকুমার শিক্ষক শিক্ষিকাদের গঠিত ত্রাণ
তহবিল ইতিমধ্যেই মহকুমার ১০ টি চক্রে সরাসরি ত্রাণ কার্য পরিচালনা করে চলেছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। এই মূহুর্তে UUPTWA কালনা মহকুমার একমাত্র লক্ষ্য লক ডাউনে কোনো পরিবার যেন অনাহারে না থাকে। এরপর মহকুমার বিভিন্ন অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম ও সমাজসেবী প্রকল্পের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলিতে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে UUPTWA কালনা মহকুমা শাখা সংগঠনের। দলের অন্য সদস্য অমিয় প্রসাদ ঘোষ, প্রসেনজিৎ দে, সুমন নন্দী সকলের কথাতেই ছিল প্রত্যয়।

No comments