কি হবে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ? বিবৃতি দিয়ে জানালো আইসিসি
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে সারা পৃথিবী অস্থির । পৃথিবীতে একাধিক বড় বড় খেলার ইভেন্ট হয় বাতিল হয়ে গেছে নয় পিছিয়ে গেথে । অলিম্পিক গেমসের মতো চার বছরে একবার হওয়া মেগা ইভেন্ট পিছিয়ে গেছে এক বছরের জন্য । এই অবস্থাতেই প্রশ্নের মুখে এসেছিল তাহলে কী এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কোপ পড়ল । এই অবস্থায় আইসিসি জানাল বড় খবর ।আইসিসির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সারা বিশ্বে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস।
আইসিসি টি২০ বিশ্বকাপের আয়োজক কমিটি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই বিশ্বকাপ হওয়ার কথা। আমরা এই নির্দিষ্ট সময়েই বিশ্বকাপ আয়োজন করতে চলেছি। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের ওপর স্থানীয় ক্রিকেট বডি নজর রেখে চলেছেন। তাঁরা অক্টোবর অবধি প্রতিনিয়ত নজর রাখবেন । ' তবে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনও ভাবে যদি এ বছর না হয় তাহলে সামনে বছর সেটা আয়োজন করা বড় সমস্যার হবে । কারন ভারত সামনে বছর এই বিশ্বকাপ আয়োজন করবে । এর মধ্যে ১ বছরে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা চাপের হবে ।

No comments