এবার অসহায় হাসপাতালে থাকা রোগীদের পরিবারের পাশে দাদা।
নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে চরম সংকটে সাধারণ গরীব মানুষ। আর এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সৌরভ।বেলুড় মঠে গিয়ে দুঃস্থদের ২০০০ কেজি চাল দান করেছেন সৌরভ। ইস্কনে দশ হাজার মানুষের অন্নসংস্থান এর পর এবার এসএসকেএম হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের পাশে দাঁড়ালেন মহারাজ।
এই মুহূর্তে কোলকাতার সব দোকান বন্ধ কিন্তু হাসপাতালে থাকা রোগীদের পরিবারে লোকজন খাবে কি? এই খবর যায় দাদার কাছে আর তিনি তাঁর সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে আসেন তাঁদের খাবার পৌঁছে দিতে। এ এক অন্য মহারাজ। ক্রিকেট মাঠের সেই আবেগ যেন এবার তিনি দেখাচ্ছেন বাংলার অসহায় মানুষের উপর। যে ভাবে মাঠে ও মাঠের বাইরে আগলে রাখতেন যুবি,ভাজ্ঞি,জাহির,কাইফদের ঠিক সেই রকম এখন এই দুর্দিনে আগলে রাখছেন বাংলার অসহায় মানুষদের।
এই মুহূর্তে কোলকাতার সব দোকান বন্ধ কিন্তু হাসপাতালে থাকা রোগীদের পরিবারে লোকজন খাবে কি? এই খবর যায় দাদার কাছে আর তিনি তাঁর সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে আসেন তাঁদের খাবার পৌঁছে দিতে। এ এক অন্য মহারাজ। ক্রিকেট মাঠের সেই আবেগ যেন এবার তিনি দেখাচ্ছেন বাংলার অসহায় মানুষের উপর। যে ভাবে মাঠে ও মাঠের বাইরে আগলে রাখতেন যুবি,ভাজ্ঞি,জাহির,কাইফদের ঠিক সেই রকম এখন এই দুর্দিনে আগলে রাখছেন বাংলার অসহায় মানুষদের।

No comments