Header Ads

মিউচুয়াল ফান্ড বাঁচাতে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা সংক্রমণ আটকাতে লকডাউন চলছে। এই লকডাউন চলার ফলে ভারতীয় অর্থনীতিতে বড় রকমের যে ধাক্কা আসতে চলেছে তা আগাম অনুমান করেছিল বিশেষজ্ঞরা।
আর এবার মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির আতঙ্ক রুখতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। নগদের জোগান বাড়াতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
পরিস্থিতি বিচার করে আরবিআই আগামী ৯০ দিন রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ফেসিলিটি অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলি চাইলে ফান্ডিংয়ের জন্য আবেদন করতে পারে সোম থেকে শুক্রবারের মধ্যে। আজ থেকেই এই স্কিম লাগু হয়ে গেল। লকডাউনের পর থেকেই মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি নগদের জোগানের অভাবে সমস্যায় পড়েছে। তাই আরবিআই-এর ৫০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য নগদের জোগান বাড়াতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন ভারতে তাদের ৬টি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দিয়েছে। তার জেরে গোটা দেশজুড়ে মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।   তাঁদের সেই ভয় দূর করতে ও মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিতে নগদ জোগান বাড়াতেই আরবিআই-এর এই নয়া পরিকল্পনা বলে জানা গিয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.