Header Ads

ভারতীয়দের ব্যাবহারিক ত্রুটি; করোনা টেস্ট কিট ঠিক আছে জানাল চিনা সংস্থা।

নজরবন্দি ব্যুরোঃ কদিন আগে ভারতের করোনা আক্রান্তদের পরীক্ষা করতে চিনের দুটি সংস্থার থেকে পাঁচ লক্ষ টেস্ট কিট আমদানি করা হয় ভারত সরকারের তরফে। চিনের ওন্ডফো বায়োটেক ও লিভজোন ডায়াগনোস্টিক্স থেকে এই কিটগুলি নেওয়া হয়। তারপর দ্রুত সেই কিটগুলি পাঠিয়ে দেওয়া হয় ভারতের বিভিন্ন রাজ্যতে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং রাজস্থান অভিযোগ করে কিটে সমস্যা রয়েছে; গুনগত মান ভাল নয়। অভিযোগ পেয়ে আইসিএমআর সেই কিট পরীক্ষা করে দেখার জন্যে ফিরিয়ে নেয় রাজ্যগুলো থেকে।
গুনগত মান নিয়ে বিতর্কের মাঝেই চিনের ওন্ডফো বায়োটেক ও লিভজোন ডায়াগনোস্টিক্স এই দুই কিট প্রস্ততকারক সংস্থা জানিয়ে দিল কিট একদম ত্রুটিমুক্ত, টেস্ট কিটে কোনও সমস্যা নেই। চিনের কোম্পানির দ্বয়ের অভিযোগ, কিট ঠিক রয়েছে কিন্তু ভারতীয়রা এই কিট সঠিকভাবে ব্যাবহার করতে পারছে না! তাই সঠিক ফল পাওয়া যাচ্ছে না।
এদিকে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, র‍্যাপিড টেস্ট কিট দ্রুত নির্মান করা হয় ফলে ত্রুটি থাকতেই পারে। অন্যদিকে আইসিএমআর জানিয়েছে করোনা উপসর্গ প্রবল থাকলে আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট কিট ব্যবহার করা যাবে। পাশাপাশি টেস্ট কিটের গুনগত মান নিয়ে প্রশ্ন ওঠায় দুদিন ঐ কিট ব্যাবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক। সেই নিষেধাজ্ঞা এদিন উঠে গেল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.