রাজনৈতিক বিতর্কে সমস্যা বাড়ছে মানুষের; অন্য প্রতিবাদ পন্থা বেছে ছিল PSU
নজরবন্দি ব্যুরোঃ করোনা(কোভিড-১৯) ভাইরাসের থাবায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন৷ স্বাভাবিক ভাবেই লকডাউনের ফলে শিক্ষা, সামাজিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে৷
করোনা কে মোকাবিলা করবার জন্য যদি প্রকৃত লড়াই টা যদি করতে হয় তাহলে একদিকে স্বাস্থ্য ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে যাতে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করা যায়, অন্যদিকে লকডাউনের ফলে জীবিকা হারানো বিপন্ন মানুষগুলির কাছে জীবন ধারনের জন্য নূন্যতম সুযোগ সুবিধা সরকারি উদ্যোগে পৌঁছে দেওয়া প্রয়োজন৷ এই কথাকে ভিত্তি করে ছাত্র সংগঠন পিএসইউ নিজেদের সাধ্যমত কাজ করে চলেছে লকডাউনের প্রথম দিন থেকেই।
পিএসইউ এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা জানিয়েছেন "আমরা লক্ষ করছি কেন্দ্র ও রাজ্য উভয় সরকার এ বিষয়ে যথেষ্ট উদাসিন৷ নিজেদের মধ্যে রাজনৈতিক বিতর্ক করে জনগণের মূল সমস্যাগুলো এড়িয়ে যাচ্ছে৷ তাতে আমরা মনে করি আসলে করোনার বিরুদ্ধে দেশের লড়াই টা দূর্বল হচ্ছে৷ আমাদের সংগঠন PSU সাংগঠনিক সাধ্যমত- ভিন রাজ্যে অটকে পড়া পরিযায়ী শ্রমিক দের সমস্য সেই রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে সম্যসা নিরসনের চেষ্টা করা ছাড়াও লকডাউনের প্রথম দিন থেকে রাজ্যের বেশ কিছু যায়গায় সাধ্যমত নিরন্ন মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাছ করে চলেছে- লকডাউনের ফলে এই সময় জনগনের দাবী নিয়ে রাস্তায় সমবেত হয়ে কোন প্রতিবাদ কর্মসূচী নেওয়া সম্ভব নয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনের কর্মীরা ঘরে বসে এই সময়ে শিক্ষা স্বাস্থ্য গণবন্টন ব্যবস্থা সহ বেশ কিছু দাবী নিয়ে পোষ্টার লিখে, সেই পোষ্টার নিয়ে নিজের বাড়ির সামনে বা নিকটবর্তী বাজারে সোশাল ডিসটেন্সিং মেনে দশ মিনিট থাকবে ও ফেসবুকের মত সোশাল মাধ্যমে তা পোষ্ট করে জনগণের দাবীর পক্ষে জনমত গঠনের চেষ্টা করবে যাতে সরকার যদি অবগত হয়৷ সেই মত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় আটশো সংগঠনের কর্মীরা এই #ট্যাগ ব্যবহার করে- #PSUWestBengal #FightAgainstCorona #StaySafe #StayHome কর্মসূচীতে সামিল হয়েছে৷
পিএসইউ এর রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা জানিয়েছেন "আমরা লক্ষ করছি কেন্দ্র ও রাজ্য উভয় সরকার এ বিষয়ে যথেষ্ট উদাসিন৷ নিজেদের মধ্যে রাজনৈতিক বিতর্ক করে জনগণের মূল সমস্যাগুলো এড়িয়ে যাচ্ছে৷ তাতে আমরা মনে করি আসলে করোনার বিরুদ্ধে দেশের লড়াই টা দূর্বল হচ্ছে৷ আমাদের সংগঠন PSU সাংগঠনিক সাধ্যমত- ভিন রাজ্যে অটকে পড়া পরিযায়ী শ্রমিক দের সমস্য সেই রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে সম্যসা নিরসনের চেষ্টা করা ছাড়াও লকডাউনের প্রথম দিন থেকে রাজ্যের বেশ কিছু যায়গায় সাধ্যমত নিরন্ন মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাছ করে চলেছে- লকডাউনের ফলে এই সময় জনগনের দাবী নিয়ে রাস্তায় সমবেত হয়ে কোন প্রতিবাদ কর্মসূচী নেওয়া সম্ভব নয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনের কর্মীরা ঘরে বসে এই সময়ে শিক্ষা স্বাস্থ্য গণবন্টন ব্যবস্থা সহ বেশ কিছু দাবী নিয়ে পোষ্টার লিখে, সেই পোষ্টার নিয়ে নিজের বাড়ির সামনে বা নিকটবর্তী বাজারে সোশাল ডিসটেন্সিং মেনে দশ মিনিট থাকবে ও ফেসবুকের মত সোশাল মাধ্যমে তা পোষ্ট করে জনগণের দাবীর পক্ষে জনমত গঠনের চেষ্টা করবে যাতে সরকার যদি অবগত হয়৷ সেই মত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় আটশো সংগঠনের কর্মীরা এই #ট্যাগ ব্যবহার করে- #PSUWestBengal #FightAgainstCorona #StaySafe #StayHome কর্মসূচীতে সামিল হয়েছে৷

No comments