২১মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ইঙ্গিত কেন্দ্রের, আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে যেভাবে লকডাউন চলছে তা ২১ মে অবধি চালানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়। বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংক্রমিত এলাকাগুলিকে আগেই চিহ্নিত করা হয়েছে। এবার কিছু কিছু জায়গায় শিথিলতা আনা হচ্ছে। করোনা মুক্ত এলাকা গুলিতে বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও ভাবছে রাজ্য।
কেন্দ্রের নির্দেশ মতাবেক ৩মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ফের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে বৈঠকে তেমন কোন আলোচনা হয় নি। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকের পর বলেন কেন্দ্রের কথা মতই কাজ করছে রাজ্য। মেয়াদ বাড়তে পারার আশঙ্কায় আগে ভাগেই রাজ্যের তরফে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আগেই রাজ্যের তরফে করোনা আক্রান্তের উপর ভিত্তি করে রাজ্যের বিভিন্ন জায়গা তিনটি জোনে ভাগ করা হয়েছিল। রেড, অরেঞ্জ, গ্রীন। এরমধ্যে রেড জোনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। কমোলায় তুলনামূলক কম আক্রান্ত। অন্যদিকে সবুজ জোনে এখনও তেমন সংক্রমণ ছড়ায় নি। এবার যদি ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হয় তবে রেড জোনের ক্ষেত্রে কড়াকড়ি লকডাউন জারি থাকলেও গ্রীন জোনের ক্ষেত্রে নিয়মে কিছুটা শিথিলতা আনা হতে পারে বলে সূত্রের খবর।
কেন্দ্রের নির্দেশ মতাবেক ৩মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ফের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে বৈঠকে তেমন কোন আলোচনা হয় নি। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকের পর বলেন কেন্দ্রের কথা মতই কাজ করছে রাজ্য। মেয়াদ বাড়তে পারার আশঙ্কায় আগে ভাগেই রাজ্যের তরফে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আগেই রাজ্যের তরফে করোনা আক্রান্তের উপর ভিত্তি করে রাজ্যের বিভিন্ন জায়গা তিনটি জোনে ভাগ করা হয়েছিল। রেড, অরেঞ্জ, গ্রীন। এরমধ্যে রেড জোনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। কমোলায় তুলনামূলক কম আক্রান্ত। অন্যদিকে সবুজ জোনে এখনও তেমন সংক্রমণ ছড়ায় নি। এবার যদি ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হয় তবে রেড জোনের ক্ষেত্রে কড়াকড়ি লকডাউন জারি থাকলেও গ্রীন জোনের ক্ষেত্রে নিয়মে কিছুটা শিথিলতা আনা হতে পারে বলে সূত্রের খবর।
Loading...
কোন মন্তব্য নেই