ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন, কোনো কাজেই লাগবে না কণিকার রক্তের প্লাজমা
নজরবন্দি ব্যুরোঃ করোনা জয়ী হয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর।কিন্তু গায়িকার একটি ইচ্ছা কোন মতেই পূরণ হল না।কি সেই ইচ্ছা? করনা আক্রান্তদের জন্য প্লাজমা দানের ইচ্ছা প্রকাশ করেছিলেন কণিকা।চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তা কোনোভাবেই সম্ভব নয়।পাশাপাশি কেন তার প্লাজমা গ্রহণযোগ্য নয় সেটাও জানিয়েছেন চিকিৎসকরা।করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি বর্তমানে সুস্থ লকডাউনের মধ্যে ঘরবন্দি রয়েছেন বলিউডের গায়িকা কণিকা কাপুর।দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন তিনি। তাই এই রোগে জ্বালা-যন্ত্রণা তিনি নিজে খুব ভালো করেই জানেন।
সেই কারণেই নিজের প্লাজমা ডোনেট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কণিকা।সেই জন্য তার বাড়িতে গিয়েছিলেন কিং জর্জ কলেজের ডাক্তাররা। পুরো ডাক্তারের টিম তার নমুনা সংগ্রহ করেন।কণিকার সেই রক্তের নমুনা পরীক্ষার পরে ডাক্তাররা জানিয়ে দেন গায়িকার প্লাসমা কোনো রোগীর কাজেই লাগবে না।চিকিৎসকরা জানিয়েছেন কণিকার রক্তে অ্যান্টিবডি অত্যন্ত দুর্বল।আর অ্যান্টিবডি রোগীর শরীরে করোনার সাথে লড়তে সাহায্য করে। এই কারণে কানিকার রক্তের প্লাজমা কোন রোগীর শরীরে প্রয়োগ করা সম্ভব নয়।
Loading...
কোন মন্তব্য নেই