Header Ads

ঐক্যবদ্ধভাবেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জিততে হবে আমাদের: রাজ্যপাল

নজরবন্দি ব্যুরো: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত বাংলায় ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে এরাজ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত এই ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন।

এইরকম পরিস্থিতি রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে মমতাকে আহ্বান জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন, অজুহাতের সময় নয় এখন। রাজভবনে সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতে যে ছেদ পড়েছিল, করোনাকে কেন্দ্র করে তা আবার নতুন রূপ নিয়েছে। তাঁদের এই সংঘাতে নতুন মোড় আনে মুখ্যমন্ত্রীর লেখা পাঁচ পাতার চিঠি। সেই চিঠির রাজ্যপালকে তাঁর সাংবিধানিক পরিধির কথা মনে করিয়ে দেন মমতা। মমতার সেই চিঠির প্রাথমিক জবাব দেন রাজ্যপাল।
তিন পাতার চিঠিতে নিজের সাংবিধানিক অধিকারের বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি পাঁচ পাতার চিঠিতে তাঁকে মনোনীত বলে মমতার কটাক্ষকে সংবিধানের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। যদিও পরের দিন টুইট করে রাজ্যের করোনা পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

এদিন ধনকড় টুইটে ফের লেখেন, "রাজ্য ও মানুষের স্বার্থে সহযোগিতা করুন। এখন আমরা করোনা মহামারীর মুখোমুখি হয়েছি। এখন অজুহাত, পালানো, দায়িত্বের বোঝা সরিয়ে ফেলার বা বিরোধিতা করার সময় নেই। ঐক্যবদ্ধভাবেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জিততে হবে আমাদের।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.