Header Ads

ভারতে আক্রান্ত বেড়ে ৪২৮১; রেকর্ড মৃত্যু শেষ ২৪ ঘন্টায়। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব জুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও দ্রুত বাড়ছে সংক্রমণ। স্বাস্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের পুরুষদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবনতা বেশি এখন পর্যন্ত যতজন মারা গেছেন তাঁর ৭৩%ই পুরুষ! আর ২৭% মহিলা। বয়সের দিক থেকে দেখতে গেলে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের মৃত্যুহার সবথেকে বেশি। ৬০ বছরের বেশি বয়সের মানুষের মৃত্যু হার ৬৩% ৪০-৬০ বছর বয়সীদের মৃত্যুহার ৩০% এবং ৪০ বছর বয়সীদের নিচের মানুষদের মৃত্যুহার ৭%। অন্যদিকে, কিছুক্ষন আগে কেন্দ্র যে আপডেট দিয়েছে সেই তথ্য অনুযায়ী ভারতে এই মুহুর্তে সংক্রামিতের সংখ্যা ৪ হাজার ২৮১ জন, যার মধ্যে মারা গিয়েছেন ১১১ জন। সুস্থ হয়েছেন ৩১৮ জন! স্বাস্থ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লভ অগ্রবাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ২৮ জন মারা গেছেন। অন্যদিকে কেন্দ্রের জয়েন্ট স্বরাষ্ট্র সচিব পুনিয়া সলিয়া শ্রীবাস্তব জানিয়েছেন তবলিগি জামাতে অংশগ্রহণকারী এবং তাঁদের সংসর্গে থাকা ২৫০০০ মানুষ কে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে। পাশাপশি হরিয়ানার ৫ টি গ্রাম কে সিল করে দেওয়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.