Header Ads

বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪,৯৯৮ জন, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশেও বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মোট ৬০টি জেলায় মারন ভাইরাস শনাক্ত করা গেছে। নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৯ জন। আক্রান্তের সংখ্য বেড়ে দাড়িয়েছে ৪,৯৯৮। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা দাড়িয়েছে ১৪০। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, শুক্রবার বেশ কিছু পিসিআর ল্যাবরেটরি বন্ধ ছিল। সেই কারনে করোনার নমুনা টেস্ট হয়নি এবং আইইডিসিআরের কাছে পরীক্ষার রিপোর্টও আসেনি। গত ২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকের বসয় পঞ্চাশের উর্ধে এবং তাঁদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ।
 ৯ জনের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। নাসিমা সুলতানা, জানিয়েছেন বাংলাদেশে মোট ৪৩,১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁর মধ্যে গত ২৪ ঘন্টায় ৩,৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । তিনি আরও জানান, ভোলা ও নাটোর জেলায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ২১টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। আজ থেকে আরও নতুন দুটি ল্যাবে নমুনা টেস্ট করা হবে। লকডাউনের মধ্যে মানুষের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। এবং তিনি দেশবাসির উদ্দেশে বলেছেন, এই রমজান মাসে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে এবং এই সময়ে ভিটামিন সি এবং জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়ার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.