Header Ads

বাংলায় করোনা আক্রান্তকে বাড়িতে রেখেই চিকিৎসা হবে? কি জানাল স্বাস্থ্য দফতর

নজরবন্দি ব্যুরো: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত বাংলায় ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে এরাজ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত এই ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন।

করোনা ভাইরাস পজিটিভ রোগীকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হবে? মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পরে এই ধরনের নানা খবর ছড়াতে থাকে। তা হলে কি এ বার করোনা হলে চিকিৎসকরা বাড়িতেই থাকতে বলবে? এই ধরনের প্রশ্নও অনেকের মনে দেখা দিয়েছে। গোটা বিষয়টি পরিষ্কার করল রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা পজিটিভি রোগীকে হাসপাতালেই এনে চিকিত্‍সা করা হবে। এবং এটা বাধ্যতামূলক।
স্বাস্থ্য দফতরের নোটিশে বলা হয়েছে, করোনা পজিটিভ রোগীর প্রাইমারি বা সেকেন্ডারি কনট্যাক্টকেই শুধু মাত্র হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিত্‍সা করা সম্ভব। যদি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পর্যাপ্ত জায়গা বা ঘর থাকে, তা হলে সরকারি কোয়ারেন্টাইনে না-রেখে তাঁকে বাড়িতেই রাখা হবে। সামাজিক দূরত্ব, মাস্কের ব্যবহার সহ যাবতীয় পরামর্শও মানতে হবে ওই ব্যক্তিকে। আরও বলা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকলেও, সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থার দিকে নজর রাখবে স্বাস্থ্য দফতর। এর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নেবে স্বাস্থ্য দফতর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.