Header Ads

রাজ্যের সমস্ত হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি!

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়ছে রাজ্যে। আর তার সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে আমাদের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ । রাজ্য সরকার এই ভাইরাসের সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নিলেও কমেনি এই ভাইরাসের সংক্রমণ।
এবার সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। মঙ্গলবারই এবিষয়ে নবান্নের তরফে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের পথে আসবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে নবান্নের তরফে জানা গিয়েছে, মোবাইল ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির করা হল। প্রশাসনের তরফে বলা হয়েছে যে, চিকিৎসক, নার্স কিংবা রোগী সকলকেই নির্দিষ্ট জায়গায় মোবাইল জমা রেখে ঢুকতে হবে হাসপাতালে। মোবাইলের বিনিময়ে প্রত্যেকে একটি টোকেন পাবেন।
দিনের শেষে বাড়ি ফেরার আগে হাসপাতাল ছাড়ার সময় ওই রসিদ দেখালেই মিলবে জমারাখা মোবাইল। তবে হাসপাতালে থাকাকালীন মোবাইল না থাকায় যাতে না সমস্যায় পড়তে হয়, সেই কথা মাথায় রেখে সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.