করোনার আঁতুড়ঘর গুলিকে সিল করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
নজরবন্দি ব্যুরো: দিনে দিনে বাড়ছে। করোনা আক্রান্তের সংখ্যা সংক্রমণ প্রতিরোধ করতে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিজাম উদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের জামায়াতে পর থেকে আক্রান্তের মাত্রা বেড়ে চলেছে স্বাস্থ্যমন্ত্রীকে দাবি এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এদেশের সংক্রমণ ছড়ানোর জন্য অনুঘটকের কাজ করছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন করোনা আঁতুড়ঘরকে এক মাসের জন্য বন্ধ করা হবে। যতক্ষণ না এলাকার রির্পোট নেগেটিভ আসবে।
শেষ পজেটিভ রিপোর্ট আর শেষ নেগেটিভ রিপোর্ট এর মধ্যে এক মাসের ব্যবধানে থাকতে হবে। যারা সন্দেহের তালিকায় আছে তাদের আইসোলেশন চিকিৎসাধীন করা হবে। পর্যবেক্ষণে থাকা রোগীদের দুবার নমুনা পরীক্ষা হবে। যদি নেগেটিভ আসে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। যদি অল্প পরিমাণে পজেটিভ আসে তাহলে তাকে আইসোলেট করা হবে স্টেডিয়ামে। আর মাঝারি পজেটিভদের রাখা হবে হাসপাতালে কোয়ারেন্টাইন কেন্দ্রে। আর যাদের পজেটিভের আশঙ্কা বেশি তাদের বিশেষ হাসপাতালে চিকিৎসা করা হবে। এই ভাইরাসে এইচ ১ এন ১ ইনফ্লুয়েঞ্জার কিছু লক্ষণ পাওয়া গেছে যার ফলে বলা হয়েছে জনঘনত্ব বেশি এমন এলাকায় করনের প্রভাব বেশি। যদি আঁতুরঘরকে নজর বন্দি করা হয় তবেই আক্রান্তের মাত্রা কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক।

No comments