লকডাউন অমান্য করে বাঙ্কে লাইন, ম্যানেজারের বিরুদ্ধে শাস্তির দাবি APDR এর।
নজরবন্দি ব্যুরো: সারাদেশে চলছে লকডাউন। কড়া নজরে রেখেছে প্রতিটি এলাকার পুলিশ। তাও কিছু কিছু এলাকার মানুষজনের কাছের লকডাউনের অর্থটাই হয়তো পরিষ্কার নয়। সকাল ৬ টা থেকে সকাল ৯টা অবধি খোলা থাকবে বাজার, প্রয়োজনীয় দোকানপাট, ও ব্যাংক। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে দেশে। তাও কিছু সংখ্যক মানুষের মধ্যে কোন রকম ভয় নেই। অনেকে লকডাউনটা ছুটির দিন বা ভ্যাকেশন বলে কাটাচ্ছে। সেরকমই চিত্র উঠে আসলো জয়নগরের বকুলতলা প্রিয়োর মোরে।
সরকার থেকে বারবার জানিয়েছে ভিড় করা চলবে না কিন্তু মানছে কোথায়? প্রিয়োর মোড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে লম্বা লাইন পড়েছে সেই লাইনে এলাকার মানুষ গা ঘেঁষে টাকা তোলা বা সংগ্রহ করার জন্য দাঁড়িয়েছে। কোন হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের। যেখানে সারা ভারতের যুদ্ধের মতন তৎকালীন অবস্থা সেখানে জয়নগর শাখার ব্যাংক ম্যানেজার মিলন নস্কর দায়িত্বজ্ঞানহীন পরিচয় দেয়। এপিডিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ভয়াবহ রোগ কোভিড-১৯ এর কথা জেনেও। দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক আলতাফ আমেদ জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মিলন নস্কর কে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ও লাইসেন্স বাতিল করার।
সরকার থেকে বারবার জানিয়েছে ভিড় করা চলবে না কিন্তু মানছে কোথায়? প্রিয়োর মোড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে লম্বা লাইন পড়েছে সেই লাইনে এলাকার মানুষ গা ঘেঁষে টাকা তোলা বা সংগ্রহ করার জন্য দাঁড়িয়েছে। কোন হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের। যেখানে সারা ভারতের যুদ্ধের মতন তৎকালীন অবস্থা সেখানে জয়নগর শাখার ব্যাংক ম্যানেজার মিলন নস্কর দায়িত্বজ্ঞানহীন পরিচয় দেয়। এপিডিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ভয়াবহ রোগ কোভিড-১৯ এর কথা জেনেও। দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক আলতাফ আমেদ জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মিলন নস্কর কে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ও লাইসেন্স বাতিল করার।

No comments