এবার করোনা আতঙ্কিত বাংলার গরিব মানুষদের পাশে মহারাজ
নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় এবার আসরে নামলেন বাংলার তথা ভারতের দাদা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ঠিক করেছেন গরীবদের মুখে দু'মুঠো অন্ন তুলে দেবেন।অর্থাত্ দিন আনা দিন খাওয়া মানুষেদের দিকে এবার সাহাজ্যের হাত বারালেন মহারাজ। করোনা ভাইরাস এর মোকাবিলায় রাজ্যের বিভিন্ন স্কুলে ক্যাম্প তৈরি করেছে রাজ্য সরকার। এবার সেই ক্যাম্পের সব মানুষদের জন্য চাল দেবেন মহারাজ। আর তাঁর এই কাজে পাশে আছেন বর্ধমানের ভদ্রেশ্বর গোষ্ঠী।
এই গোষ্ঠী ৫০ লক্ষ টাকার চাল দেবেন বলে জানা গিয়েছে। যে চাল সরকারি স্কুলে আশ্রয় নেওয়া মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত করোনায় আক্রান্তদের কোয়ারেন্টাইন এবং চিকিৎসার জন্য কলকাতার ইডেন গার্ডেন্স ব্যবহার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন সৌরভ। সৌরভ বলেন, "সরকার যদি চায় ইডেনের ইন্ডোর এবং ডরমিটরিকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত।"
কোন মন্তব্য নেই