করোনা আতঙ্কে নিজের বাড়ি ছেড়ে ফার্ম হাউসে আলাদা হয়ে গেলেন সলমন।
নজরবন্দি ব্যুরোঃ আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব।তারমধ্যে ভারতবর্ষে থাবা বসিয়ে ফেলেছে এই করোনা। তারমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন লকডাউন। সাধারন মানুষ থেকে সেলিব্রিটি সবাই প্রায় ঘরবন্দি।সেই কারণেই সলমন তার বাড়ি ছেড়ে চলে গেছেন তার পানভেল ফার্মে হাউসে। তবে সলমন কিন্তু একা যায়নি সাথে নিয়ে গেছেন পরিবারের সকল সদস্যদের সাথে কিন্তু আছেন বোন অর্পিতা ও তার দুই সন্তান।ফার্ম হাউসে গিয়ে সলমনের প্ল্যান কিন্তু অন্য রকমের।
এমনিতে আমরা সকলে জানি সলমন বাচ্চা খুব ভালোবাসে। ফার্ম হাউসে গিয়ে সালমানের প্ল্যান হলো অর্পিতার দুই সন্তান আহিল ও আয়াতের সঙ্গে সময় কাটানোর।করোনার জেরে সলমনের আপকামিং ছবির রাধে র শুটিং বাতিল করা হয়েছে।পাশাপাশি ঘরবন্দি অবস্থায় সলমন ছবি এঁকে সময় কাটাচ্ছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি জানিয়েছেন।কিন্তু তিনি শুধু একা নয় জাহ্নবী কাপুর ও ঘরবন্দি অবস্থায় ছবি এঁকে সময় কাটাচ্ছে।
No comments