করোনার জেরে ঘরবন্দি, ছবি এঁকে সময় কাটাচ্ছেন সলমন ও নুসরত
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে প্রায় সবাই ঘরবন্দি। সেলেবরা ও এখন ঘরবন্দি। কিন্তু কি ভাবে সময় কাটাবেন তাই এখন সব থেকে বড় কথা। সেইজন্য বলিতারকা সলমন খান ও টলিতারকা নুসরাত জাহান ছবি এঁকে সময় কাটাছেন।
পেনসিল ও কালো প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকতে দেখা গেল সলমন কে। সাদাকালোতে দিব্বি ছবি আঁকলেন ভাইজান। এই একই রকম কাজ করছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। অন্যদিকে সাদা ক্যানভাসে নীল-কালো ও সাদা রঙের সুন্দর ছবি এঁকেছেন নুসরাত।
নিজের টুইটার এ সেই
ছবি পোস্ট করেন অভিনেত্রী।এর পাশাপাশি করোনার সতর্কতায় বলিতারকা অনুষ্কা, দীপিকা ও টলিতারকা সোশ্যাল মিডিয়ায় চলা Safe hand চ্যালেঞ্জে নিয়েছেন। অভিনয় ও গান এর পাশাপাশি খুব ভাল ছবি আঁকতে সলমন। এর আগেও তাঁর আঁকা ছবি বিক্রি হয়েছে অনেক টাকায়। তবে অন্যদিকে সাংসদ,অভিনেত্রী নুসরত জাহানের প্রতিভার কথা অনেকরই অজানা ছিল।
পেনসিল ও কালো প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকতে দেখা গেল সলমন কে। সাদাকালোতে দিব্বি ছবি আঁকলেন ভাইজান। এই একই রকম কাজ করছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। অন্যদিকে সাদা ক্যানভাসে নীল-কালো ও সাদা রঙের সুন্দর ছবি এঁকেছেন নুসরাত।
ছবি পোস্ট করেন অভিনেত্রী।এর পাশাপাশি করোনার সতর্কতায় বলিতারকা অনুষ্কা, দীপিকা ও টলিতারকা সোশ্যাল মিডিয়ায় চলা Safe hand চ্যালেঞ্জে নিয়েছেন। অভিনয় ও গান এর পাশাপাশি খুব ভাল ছবি আঁকতে সলমন। এর আগেও তাঁর আঁকা ছবি বিক্রি হয়েছে অনেক টাকায়। তবে অন্যদিকে সাংসদ,অভিনেত্রী নুসরত জাহানের প্রতিভার কথা অনেকরই অজানা ছিল।

No comments