Header Ads

করোনার জেরে ঘরবন্দি, ছবি এঁকে সময় কাটাচ্ছেন সলমন ও নুসরত

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে প্রায় সবাই ঘরবন্দি। সেলেবরা ও এখন ঘরবন্দি। কিন্তু কি ভাবে সময় কাটাবেন তাই এখন সব থেকে বড় কথা। সেইজন্য বলিতারকা সলমন খান ও টলিতারকা নুসরাত জাহান ছবি এঁকে সময় কাটাছেন।
পেনসিল ও কালো প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকতে দেখা গেল সলমন কে। সাদাকালোতে দিব্বি ছবি আঁকলেন ভাইজান। এই একই রকম কাজ করছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। অন্যদিকে সাদা ক্যানভাসে নীল-কালো ও সাদা রঙের সুন্দর ছবি এঁকেছেন নুসরাত।
নিজের টুইটার এ সেই
 ছবি পোস্ট করেন অভিনেত্রী।এর পাশাপাশি করোনার সতর্কতায় বলিতারকা অনুষ্কা, দীপিকা ও টলিতারকা সোশ্যাল মিডিয়ায় চলা Safe hand চ্যালেঞ্জে নিয়েছেন। অভিনয় ও গান এর পাশাপাশি খুব ভাল ছবি আঁকতে সলমন। এর আগেও তাঁর আঁকা ছবি বিক্রি হয়েছে অনেক টাকায়। তবে অন্যদিকে সাংসদ,অভিনেত্রী নুসরত জাহানের প্রতিভার কথা অনেকরই অজানা ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.