Header Ads

কেমন দেখতে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস? প্রথমবার ভারতে প্রকাশিত হল ছবি। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ কেমন দেখতে করোনা ভাইরাস? যে সমস্ত ছবি বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে তা আসলে গ্রাফিক্স। এই প্রথমবার করোনা ভাইরাসের ছবি প্রকাশ্যে নিয়ে এল পুনের বিজ্ঞানীরা। মাইক্রোস্কোপিক সেই ছবি প্রকাশিত হয়েছে মেডিক্যাল জার্নালে।

ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে তোলা হয়েছে এই ছবি। আর সম্প্রতি তা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে। উল্লেখ্য এই ছবি তোলা হয়েছে গত ৩০শে জানুয়ারি কেরলের আক্রান্তের গলা থেকে। যার দেহ থেকে এই নমুনা পাওয়া গেছে তিনি একজন মেডিসিনের ছাত্রী।
আতঙ্কিত চিকিৎসকরা, দুই শিশু এক কিশোর সহ রাজ্যে এক ধাক্কায় করোনা আক্রান্ত বেড়ে ১৫! #Exclusive
ভাইরাসের ছবি দেখে বোঝা গিয়েছে ২০০২ সালে ছড়িয়ে পড়া Sars-CoV বা SARS (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের সাথে করোনা ভাইরাসের অদ্ভুত মিল রয়েছে।
 দেখুন সেই ছবি
এদিকে,  ডাক্তার রা বলছিলেন বাচ্চা অর্থাৎ শিশুদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কিন্তু সেই ধারনা ভুল প্রমান করে রাজ্যে এবার আক্রান্ত হল দুই শিশু সহ ৫ জন। তাঁদের পাচ আক্রান্তের বয়েস ৯ মাস, ৬ বছর, ১১ বছর, ২৭ বছরের এক তরুণী এবং ৪৫ বছরের একজন।
এরা সবাই একই পরিবারের সদস্য। আজ বেলেঘাটা আইডি তে স্বাস্থ পরীক্ষা হয় ৬১ জনের তাঁর মধ্যে ৫৬ জনের রিপোর্ট নেগেটিভ এলেও এই ৫ জনের রিপোর্ট পজিটিভ। দেশে আক্রান্ত বেড়ে ৮৬৮। সূত্রের খবর এখনও ২০৮ জনের রিপোর্টের অপেক্ষা করছে সবাই। আজ রাতেই রিপোর্ট আসবে বলে আশা করা যাচ্ছে। একই পরিবারের ৫ জন আক্রান্ত হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই পরিবার সংলগ্ন এলাকাবাসী। খোজ নেওয়া হচ্ছে গতকাল পর্যন্ত এই পরিবারের সদস্য রা কাদের কাদের সাথে মিশেছেন। কাদের সাথে সময় কাটিয়েছেন। ইতিমধ্যেই প্রশাসন তৎপরতার সাথে খোঁজ শুরু করেছে। স্বাস্থ দফতর সূত্রে খবর গত ১৬ মার্চ ব্রিটেন থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই পরিবারের সদস্যরা। সম্প্রতি তাঁরা দিল্লিতে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। এদিকে ৯ মাস এবং ৬ ও ১১ বছরের দুই শিশুর আক্রান্ত হওয়ার খবরে উদবিঘ্ন রাজ্যে তথা দেশের চিকিৎসক মহল। কারন এর আগে করোনা তেমন ভাবে সংক্রমণ করেনি শিশুদের ওপর। প্রশন উঠছে তাহলে কি করোনা আবার তাঁর চরিত্র পরিবর্তন করল? সকল পাঠক কে নজরবন্দির পক্ষ থেকে অনুরোধ দয়া করে বাড়ি থেকে বেরোবেন না, সরকারি সতর্কতা মেনে চলুন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.