করোনা আতঙ্কের মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে নার্সদের বিক্ষোভ!
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা ভারত। সেই আতঙ্ক ইতিমধ্যে এই রাজ্যেও প্রবেশ করেছে। করোনা সামলাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এর পরেও কর্মরত নার্সদের বিক্ষোভ যা নিয়ে বেশ চাপে রাজ্য সরকার।
জানা গিয়েছে, প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাচ্ছেন না তাঁরা। এমন অভিযোগ চিকিৎসারত নার্সদের। আর তার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বুধবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু নার্স ও স্বাস্থ্যকর্মী সুপারের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন।
রাজ্যে করোনা মোকাবিলা করার জন্য এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে নাগরিকদের কাছে সাহায্যের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে অর্থের প্রয়োজন তা রাজ্যের হাতে নেই। আর কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চেয়েও পায়নি। এই অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ অন্য ইঙ্গিত বহন করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
জানা গিয়েছে, প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাচ্ছেন না তাঁরা। এমন অভিযোগ চিকিৎসারত নার্সদের। আর তার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বুধবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু নার্স ও স্বাস্থ্যকর্মী সুপারের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন।
কোন মন্তব্য নেই