করোনাভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি; না মানলে কড়া আইনি পদক্ষেপ নেবে প্রশাসন
নজরবন্দি ব্যুরো: করোনাভাইরাস আতঙ্কে জবুথবু গোটা পশ্চিমবঙ্গ। রাস্তাঘাটের চেহারা দেখলেই বোঝা যাবে মানুষ কতটা আতঙ্কিত। করোনাভাইরাস সংক্রমণ রোধে অত্যন্ত সজাগ এবং সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্য সরকার পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
এই সংক্রমণ যাতে কোনোভাবে মারাত্মক আকারে নিতে না পারে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে তাদের পরিকল্পনার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে সতর্কতামূলক প্রচার করছে রাজ্য সরকার। যে কোনও রকম ভিড় ও জামায়েতে এই সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াতে পারে। সেই কারণে রাজ্য সরকারের তরফে বেশ কিছু ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। ২২ মার্চ, রবিবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হবে। ওই নির্দেশিকা অনুসারে বন্ধ থাকবে, পানশালা, ক্লাব, মাসাজ পার্লার, নাইট ক্লাব, পাব, হুক্কা পার্লার, হোটেল ও রেস্তোরাঁ, বিনোদন পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর।
কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্য সরকার পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
এই সংক্রমণ যাতে কোনোভাবে মারাত্মক আকারে নিতে না পারে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে তাদের পরিকল্পনার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে।


No comments