Header Ads

গাভাসকারের পর মিতালি রাজ,মহিলাদের আইপিএল চালু করতে সৌরভের বোর্ডের কাছে জোরালো আর্জি

নজরবন্দি ব্যুরোঃ দেশের মাটিতে মহিলাদের আইপিএল চালু করার জন্য সৌরভের বোর্ডের কাছে জোরালো সওয়াল করেন সুনীল গাভাসকার। এবার মহিলাদের আইপিএল চালু করতে বিসিসিআই-এর কাছে আর্জি জানালেন মিতালি রাজ। ২০২১ সাল থেকেই তা চালু করে দিতে বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক।তিনি বলেন, ''আগামী বছর থেকেই মহিলাদের আইপিএল চালু করার পক্ষে আমি। যদি ক্ষুদ্র সংস্করণ হয়, তা হলেও চালু করে দেওয়া উচিত। কিছু নিয়ম বদল করে হোক বা অল্প কয়েক জন বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু হোক প্রথম সংস্করণ।''
মেয়েদের আইপিএল শুরু না করার পিছনে বিসিসিআইয়ের যুক্তি, আমাদের ঘরোয়া ক্রিকেটে সেই মানের মহিলা ক্রিকেটার নেই। সেই যুক্তি মেনে মিতালি বলছেন, যে দলগুলি বর্তমানে খেলছে তারাই মহিলা দলগুলির মালিকানা নিক।পুরুষদের পাশাপাশিই খেলা চলুক। আস্তে আস্তে শুরু হোক টুর্নামেন্ট।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.