Header Ads

কাণ্ডজ্ঞানহীন চিকিৎসক; লন্ডন থেকে ফিরে ক্লাবে খেললেন টেনিস

নজরবন্দি ব্যুরো: কাণ্ডজ্ঞানহীন শিক্ষিত ভদ্রলোকদের কারণেই আতঙ্কে ভুগছে গোটা রাজ্যের সাধারণ মানুষ। কলকাতার প্রথম করোনা আক্রান্ত ফিরেছিলেন লন্ডন থেকে। চিকিৎসকদের পরামর্শকে গুরুত্ব না দিয়ে কলকাতার বুকে ঘুরে বেরিয়েছিলেন সেই আমলাপুত্র। দ্বিতীয় আক্রান্তের বিরুদ্ধে অভিযোগটা প্রায় একি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল কসমেটিক সার্জেন মনোজ খান্নার নাম।
দিন কয়েক আগেই ম্যাঞ্চেস্টার থেকে দুবাই হয়ে ফিরেছিলেন তিনি।
নিজে সবকিছু জানার পরেও কোয়ারেন্টাইনে থাকার বদলে ক্লাবে ঘুরেছেন। সেখানে চুটিয়ে খেলেছেন টেনিস। এমনকী সেই সময় তিনি রোগীও দেখেছেন বলে অভিযোগ। শেষপর্যন্ত শুক্রবার সকালে গলায় ব্যথা ও জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে ভরতি হন ওই চিকিৎসক। সঙ্গে তাঁর ছেলেও ভরতি হয়েছেন বলে জানা গিয়েছে। খাস কলকাতায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এক চিকিৎসকের এ হেন কাণ্ডজ্ঞানহীন আচরণে স্তম্ভিত শহরবাসী। বেলেঘাটা আইডি-তে চিকিৎসাধীন অবস্থায় মনোজ খান্না বলেন, এক আত্মীয়ের বিয়েতে ম্যাঞ্চেস্টার গিয়েছিলেন তিনি। সেখান থেকে দুবাই হয়ে শহরে ফিরেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.