স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে নিজের তিন মাসের ভাতা ও CAB-র থেকে পাওয়া পেনশন দিলেন লক্ষ্মী
নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে বুধবারই ২৫ লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। সমাজের বিভিন্ন বিভাগের কৃতি মানুশ্রা এগিয়ে আসছেন এই সংকট পূর্ণ পরিস্তিতিতে দেশের মানুষদের সাহায্য করতে।
এবার সেই খাতাতে নাম লেখালেন প্রাক্তন খেলোয়াড় তথা রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লাও। তিনি বিধায়ক হিসেবে পাওয়া তিন মাসের ভাতা রাজ্য আপত্কা লীন ত্রাণ তহবিলে অনুদান করলেন। এছাড়া CAB-র থেকে পাওয়া তিন মাসের পেনশনও তিনি এই ফান্ডে অনুদান করলেন।
No comments