Header Ads

করোনা রুখতে কেন্দ্র নিয়ে আসছে নতুন মোবাইল অ্যাপ। জানুন বিস্তারিত

নজরবন্দি ব্যুরোঃ করোনা রুখতে কেন্দ্র সরকার নিয়ে আস্তে চলেছে নতুন মোবাইল অ্যাপ। ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকলেই আপনার সমস্ত তথ্য পৌঁছে যাবে সরকারের কাছে। যার সাহায্যে সরকার বুঝতে পারবে আপনাকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন আছে কিনা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এই অ্যাপ? কি ভাবে কাজ করবে? অ্যাপের নাম ‘কোউইন ২০’। যার ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকবে, সেই ব্যাক্তি কোন কোন জায়গায় গিয়েছেন এবং কতজনের সাথে দেখা সাক্ষাৎ করেছেন সমস্ত তথ্য চলে আসবে সরকারের কাছে। এই অ্যাপ সাহায্যেই সংক্রমণে আক্রান্ত ব্যক্তির শনাক্ত করা তাকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে সরকার। সূত্রের খবর, অ্যাপের বেটা টেস্টিং চলছে। বেটা টেস্টিং সম্পুর্ন হয়ে যাওয়ার পরেই গুগল প্লে স্টোর ও অ্যাপলের আইফোন অ্যাপ স্টোরে তা পাওয়া যাবে। বর্তমানে নির্দিষ্ট কয়েকজনের কাছে এপিকে ফাইলের মাধ্যমে এই অ্যাপটি দেওয়া আছে।

 কোনো আইফোন ব্যবহারকারীরা যদি এখনই এই অ্যাপ ব্যবহার করতে চায় তবে তাকে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে নিজের ফোনের উইডিআইডি নম্বর পাঠাতে হবে। তাহলেই সেই ব্যক্তিকে এই অ্যাপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত। তাছারাও দেশের কোথায় কোথায় করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব ও কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে তাও জানা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে। লকডাউন চলাকালীন এই ২১ দিন শুধু জরুরি পরিষেবা পাওয়া যাবে। আর এই ২১ দিনের মধ্যেই এই নতুন অ্যাপ নিয়ে আস্তে চলেছে কেন্দ্র সরকার।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.