Header Ads

করোনার আবহে শহরের নিরাশ্রয়, নিরন্ন মানুষের পাশে দাঁড়াল কলকাতা কর্পোরেশন।

নজরবন্দি ব্যুরো: মিলছে না প্রতিদিনের খাবার। লকডাউনের জন্য কাজও পাচ্ছেন না তারা। সেসব নিরস্ত্র মানুষদের খাবারের ব্যবস্থা করছে কলকাতা কর্পোরেশন। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিরাশ্রয় মানুষগুলোর পেট চলে দৈনিক মজুরির ভিত্তিতে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী কয়েকদিন এদের খাওয়ানোর দায়িত্ব নেবেন কর্পোরেশন পুরসভা আধিকারিক জানান নিরাশ্রয় দের জন্য কলকাতা পুরসভার সাতটি এবং নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এর অধীনে ৩২টি হোম রয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার লোক থাকেন খাবারের ব্যবস্থা করা হবে জঞ্জাল অপসারণ দপ্তরের কর্মীদের জন্যও। তাদের লোকজনদের খাওয়ানোর হবে বিভিন্ন জায়গায় যাতে এক জায়গায় ভিড় না হয়। সংক্রমণ প্রতিরোধে যে তহবিল করা হয়েছে তাতে ৫ কোটি টাকা মজুদ আছে। এছাড়াও পুরসভার অধীনে বাজার, রাস্তা, শহরে বিভিন্ন হাসপাতাল, ফুটপাত সব জায়গায় জীবাণুনাশক ছড়ানোর কাজ চলবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.