করোনার জেরে পরিচালিকা বাড়ি আসছে না, বাসন মাজছেন ক্যাটরিনা কাইফ! দেখুন ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে ঘরবন্দি দেশের প্রায় বেশিরভাগ মানুষই। তারকারাও বেশ অনেকদিন ধরেই ঘরবন্দি। ঘরবন্দি থাকার কারণে নিজেদের ঘরের কাজ নিজেরাই করতে শুরু করে দিয়েছেন সেলেরা। কি আর করবেন পরিচারিকারা ছুটি নিয়েছেন সেই কারণে ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না করা বাসন মাজা জামা কাপড় কাচা সবকিছুই নিজের হাতে করছেন তারকারা।
সেরকম ক্যাটরিনাও নিজের ঘরের কাজ নিজেই করছেন। ঘরবন্দি হয়ে অনেক কাজই করছেন ক্যাটরিনা আর সেই কাজের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো তাকে দেখা যাচ্ছে গিটার বাজাতে আবার কখনো তাকে দেখা যাচ্ছে নিজের বাড়ির ছাদে শরীরচর্চা করতে। আবার কখনো তাকে দেখা যাচ্ছে বাড়ির বাসন মাজতে।পুরো মুম্বাই শহর লকডাউন সেই কারণে বাড়ির পরিচারিকা ছুটি নিয়েছেন তাই নিজের বাড়ির কাজ নিজের হাতেই করছেন ক্যাট। আর সেই বাসন মাজার ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করলেন ক্যাট। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ক্যাটরিনার বাসন মাজার ভিডিও। https://www.instagram.com/p/B-FEZmEBq73/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172
সেরকম ক্যাটরিনাও নিজের ঘরের কাজ নিজেই করছেন। ঘরবন্দি হয়ে অনেক কাজই করছেন ক্যাটরিনা আর সেই কাজের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো তাকে দেখা যাচ্ছে গিটার বাজাতে আবার কখনো তাকে দেখা যাচ্ছে নিজের বাড়ির ছাদে শরীরচর্চা করতে। আবার কখনো তাকে দেখা যাচ্ছে বাড়ির বাসন মাজতে।পুরো মুম্বাই শহর লকডাউন সেই কারণে বাড়ির পরিচারিকা ছুটি নিয়েছেন তাই নিজের বাড়ির কাজ নিজের হাতেই করছেন ক্যাট। আর সেই বাসন মাজার ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করলেন ক্যাট। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ক্যাটরিনার বাসন মাজার ভিডিও। https://www.instagram.com/p/B-FEZmEBq73/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172
কোন মন্তব্য নেই