Header Ads

করোনা আক্রান্ত যুবক পার্টি করেছেন পার্কস্ট্রিটে! চরম আতঙ্কে রাজ্যবাসী।

নজরবন্দি ব্যুরোঃ এয়ার ইন্ডিয়ার বিমানে ইংল্যান্ড থেকে রবিবার শহরে ফিরেছিলেন শহরের প্রথম করোনা আক্রান্ত যুবক। সূত্র বলছে, যুবকের মা নবান্নের উচ্চপদস্থ আমলা। ইংল্যান্ড থেকে ফেরার পর বিমান বন্দরে কোন লক্ষন না পেলেও ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন কিছুদিন গৃহবন্দি থাকার। কিন্তু ডাক্তারদের কথায় পাত্তা দেননি যুবকের পরিবার। ফেরার পর নবান্নের উচ্চ পদস্থ আমলা মায়ের সাথে ঘুরে বেড়িয়েছেন তিনি। গিয়েছেন একটি সরকারি অফিসেও। প্রশ্ন উঠছে টালিগঞ্জের বাসিন্দা শিক্ষিত পরিবারের এই ছেলের এহেন আচরন কেন? আমলার ছেলে বলে রোগকেও থোড়াই কেয়ার? প্রভাবশালীরা কি রোগেরও উর্দ্ধে? আর শিক্ষিত মানুষ হয়ে এহেন আচরনের জন্যেই প্রথমবার করোনা ছড়াল কলকাতায়।
মঙ্গলবার যুবকের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। তাঁকে রাখা হয়েছে বেলেঘাটা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এই কদিনে যত জনের সাথে সময় কাটিয়েছেন তিনি তাদের খোঁজ চলছে! সবথেকে বড় সমস্যা হল গত ১৫ই মার্চ লণ্ডন থেকে ফেরার পর ১৮ বছর বয়সী যুবক ডাক্তারদের নির্দেশ না মেনে ঘুরে বেড়িয়েছে যেখানে শেখানে। পার্টি করেছে পার্ক স্ট্রিটে! কতজন সংক্রামিত হতে পারেন এই আশঙ্কায় ঘুম উড়েছে রাজ্যের স্বাস্থ দফতরের, রাজ্যবাসীর। হন্যে হয়ে খোঁজ করা চলছে প্রভাবশালীর ছেলের সঙ্গীদের।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.