Header Ads

করোনার চিকিৎসা; নিজের বাড়িকে অস্থায়ী হাসাপাতালে তৈরি করার প্রস্তাব কমল হাসানের।

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এগিয়ে এলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।বাড়িতে প্রাথমিকভাবে অস্থায়ী হাসপাতাল তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। করোনা আক্রান্ত রোগীদের জন্য এই প্রচেষ্টা করতে চান তিনি।মাক্কাল নিধি মায়াম (এমএনএম) নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমল হাসান।
এই দলের এক সহকর্মীর সাথে আলোচনায় তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন।তবে এখনো সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি।সরকারের তরফ থেকে অনুমতি পাওয়ার পরই কামালের বাড়িতে অস্থায়ীভাবে করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল তৈরি হতে পারে।এর আগে ও বহু সামাজিক বিপর্যয় তাকে সাহায্য করতে দেখা গেছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.